গণপিটুনি ভবিষ্যদ্বাণী
গণপিটুনি সম্পর্কে রাসুল(দ:)'র ভবিষ্যদ্বাণী
------------------------------------------------------------
রাসুলুল্লাহ (দরুদ) বলেছেন, ‘শপথ সেই মহান সত্তার! যার হাতে আমার প্রাণ। দুনিয়া ততোক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না (তার পূর্বে)মানুষের প্রতি এমন একসময় আসবে;
হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। বলা হলো: সেটা কীভাবে হবে? তিনি বললেন: হারাজ (গুজব,হুজুগ, অলীকতা, বিবেকহীনতা,
মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায় হত্যা,বিচারহীনতা ও সত্য মিথ্যার মিশ্রণ ইত্যাদি) এর কারণে’
(মুসলিম: ৩৯০৮)।
তিনি আরও বলেন, নবীজি (সা.)বলেছেন, ‘কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে,ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড-
খুনখারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে’ (বুখারি: ১০৩৬)।
সাহাবায়ে কিরাম বললেন,‘সুবহানাল্লাহ! তখন কি মানুষের বুদ্ধি–বিবেক থাকবে না?’ নবীজি(সা.) বললেন, ‘না। সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সে-ই সঠিক, আসলে তা নয়’
(মুসনাদে আহমাদ: ৩২: ৪০৯)।
অন্যত্র রাসুলুল্লাহ (সা.) বলেন,কিয়ামতের আলামত হলো ‘হারাজ’! বলা হলো ‘হারাজ’ কী? তিনি বললেন, ‘মিথ্যা ও হত্যা। এই হত্যা হবে অজ্ঞতাপ্রসূত, স্বার্থপরতায়
এবং খামখেয়ালিপনায়’
(ফাতহুলবারি-১৩:৩৪)।
অথচ আল্লাহ তা'আলা কোরআনে ঘোষণা করেন, ‘তোমরা ন্যায়বিচার ব্যতীত কোনো মানুষ হত্যা করবে না, যা আল্লাহ হারাম
করে দিয়েছেন’ (৬: ১৫১)। তিনি আরও
বলেন, ‘কোনো মুমিন কোনো
মুমিনকে খুন করতে পারে না’ (৪: ৯২)
![]() |
গণপিটুনি |
কোন মন্তব্য নেই